Begin typing your search above and press return to search.

মিজোরামে মন্ত্ৰীর কনভয়ের গাড়ি খাদে,নিহত ৩

মিজোরামে মন্ত্ৰীর কনভয়ের গাড়ি খাদে,নিহত ৩

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  28 Feb 2019 1:26 PM GMT

আইজলঃ মিজোরামে বুধবার এক সড়ক দুর্ঘটনায় পুলিশের একজন চালক সহ তিন ব্যক্তি নিহতএবং অন্য দুজন আহত হন। মিজোরামের গৃহ ও কর বিভাগের মন্ত্ৰী লালচামলিয়ানার কনভয়ের একটি গাড়ি সড়ক থেকে ছিটকে গভীর খাসে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে এখবর।

সূত্ৰটির মতে,মন্ত্ৰীর কনভয়ের তিনটি গাড়ি দক্ষিণ মিজোরামের লংতলাইর ভাতুয়ামপুই গ্ৰাম থেকে আইজল অভিমুখে এগিয়ে যাওয়ার সময় লুংলেই জেলার তাওইপুরি উত্তর গ্ৰামের কাছে এই দুর্ঘটনার মুখে পড়ে। মিজোরামের গৃহমন্ত্ৰী সৈনিকদের প্ৰশিক্ষণ দেখতে ভাতুয়ামপুই গ্ৰামে গিয়েছিলেন।

ফেরার পথে কনভয়ের একটি গাড়ি গভীর খাদে গড়িয়ে পড়ায় ড্ৰাইভার হাবিলদার এবং শাসক দল এমএনএফ-এর সদস্য ক্ৰমে লালচাংনুঙ্গা,আর লালনানসাঙ্গা এবং রোপিয়াঙ্গা নামে তিন ব্যক্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে মন্ত্ৰী এবং তাঁর সহযোগীরা অক্ষত বেঁচে যান অন্য গাড়িতে থাকার সুবাদে।

আহত দুজনের অবস্থা সংকটজনক বলে জানা গিয়েছে। তাদের চিকিৎসা চলছে লুংলেই সরকারি হাসপাতালে।

Next Story
সংবাদ শিরোনাম