মিডিয়া ট্ৰাস্টকে দশ লক্ষ টাকা সাহায্য দিলেন সোনোয়াল

গুয়াহাটিঃ ‘গণতান্ত্ৰিক একটা দেশে প্ৰচার মাধ্যম হচ্ছে সমাজের বিবেক। সরকারের কাজকর্ম ঠিকঠাক চলছে কিনা সেদিকে তীক্ষ্ণ নজর রেখে প্ৰয়োজনে নির্দ্বিধায় সরকারের সমালোচনাও করা কর্তব্য প্ৰচার মাধ্যমের। সরকারের ক্ৰুটি বিচ্যুতিগুলি ধরিয়ে দিয়ে সততার সঙ্গে ‘খবর পরিবেশন করা হলে তা শাসন ব্যবস্থায় পরিচ্ছন্নতা আনতে সরকারকে সাহায্যই করবে। বুধবার অসম প্ৰশাসনিক স্টাফ কলেজে তথ্য ও জনসংযোগ বিভাগের তরফে এডিটরস কার্ড এবং ১৬০ জন সাংবাদিকের জন্য অ্যাক্ৰিডিটেশন ও রেকগনিশন কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্য অতিথির ভাষণে একথা বলেন মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল।
সমাজের বুক থেকে অন্ধবিশ্বাস,কুসংস্কার হটাতে সচেতনতা সৃষ্টির জন্য সাংবাদিকদের সরকারের সঙ্গে হাত মেলানোর আহ্বান জানিয়ে মুখ্যমন্ত্ৰী বলেন,যুব সমাজের মধ্যে অগ্ৰাধিকার ভিত্তিতে বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি গড়ে তোলাটা খুবই জরুরি,যাতে সমাজের বুক থেকে অন্ধবিশ্বাস ও কুসংস্কারের শিকড় উপড়ে ফেলা যায়। যুব সমাজকে দেশপ্ৰেমে উদ্বুদ্ধ হয়ে গণতান্ত্ৰিক মূল্যবোধের প্ৰতি আস্থা রাখতে হবে। মুখ্যমন্ত্ৰী এদিন গুয়াহাটি প্ৰেসক্লাবের স্থায়ী বিল্ডিং নির্মাণে সব ধরনের সরকারি সহযোগিতার আশ্বাস দেন। একই সঙ্গে তিনি বলেন,সাংবাদিকদের কল্যাণে কাজ করার জন্য মিডিয়া ট্ৰাস্টকে বার্ষিক আর্থিক সাহায্য দেওয়ার কথাও সরকার বিবেচনা করছে। মুখ্যমন্ত্ৰী এদিন মিডিয়া ট্ৰাস্টের উদ্দেশে ১০ লক্ষ টাকার একটি চেক উপহার দেন। তথ্য ও জনসংযোগ বিভাগের সঞ্চালক রাজীব প্ৰকাশ বরুয়া অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিয়ে বলেন,রাজ্যে সাংবাদিকদের কল্যাণে সরকার বেশকিছু কল্যাণমূলক স্কিম হাতে নিয়েছে।