
অসমে অনুপ্ৰবেশকারি জমির মালিক হতে পারে তার নজির মিলল।মঃশাহজাদা খান নামের আফগান লোকটি মির্জায় জালিয়াতি করে জমি কিনে বিশাল বাড়ি হাঁকান। স্থানীয় মহিলাকে বিয়ে করেন।২০১৮তে বহিষ্কারের কথা জানতে পেরে তিনি স্ত্ৰী জাহানারার নামে জমি হস্তান্তর করেন। এভাবে জমি কেনা নিয়ে প্ৰশ্ন উঠেছে।