শিলচরঃ নয়াদিল্লির গুরগাঁওয়ে সম্প্ৰতি অনুষ্ঠিত এক প্ৰতিযোগিতায় মিসেস রয়েল ইন্ডিয়া ইউনিভার্স ২০১৮ খেতাব জিতলেন শিলচরের স্মিতা দেব। তিনি সুদর্শন দেব ও জয়ন্তী দেবের কন্যা ও আইপিএস পুলিশ অফিসার অনুরাগ আগরওয়ালের স্ত্ৰী।
Begin typing your search above and press return to search.