মি-টু কেলেংকারিতে জড়িত অভিযোগে অভিনেতা অলক নাথকে বহিষ্কার করল সিআইএনটিএএ

মি-টু কেলেংকারিতে জড়িত অভিযোগে অভিনেতা অলক নাথকে বহিষ্কার করল সিআইএনটিএএ
Published on

মুম্বইঃ যৌন কেলেংকারিতে জড়িত অভি্যোগে বলিউডের সংস্কারী অভিনেতা অলক নাথকে সিনে এবং টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশন(সিআইএনটিএএ)মঙ্গলবার বহিষ্কার করেছে। লেখিকা তথা প্ৰযোজক বিনীতা নন্দার অভিযোগের ভিত্তিতেই সিআইএনটিএএ অভিনেতা অলক নাথের বিরুদ্ধে ওই কঠোর পদক্ষেপ নেয়।

মি-টু আন্দোলনের জোয়ারের মধ্যে লেখিকা বিনীতা নন্দা অভিনেতা অলক নাথের বিরুদ্ধে অভিযোগ এনে বলেছিলেন,১৯ বছর আগে তাঁকে অলক নাথের লালসার শিকার হতে হয়েছিল। সংস্কারী অভিনেতা হিসেবে বলিউড তথা চলচ্চিত্ৰ জগতে অলক নাথের যে সুনাম ছিল মি-টু ঝড়ে সেই সুনামে কালির দাগ লাগে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com