মুখ্যমন্ত্ৰী সোনোয়ালকে স্মারকপত্ৰ বরাকের ক্ষুদ্ৰ ও মাঝারি সংবাদপত্ৰ সংস্থার

শিলচরঃ বরাক উপত্যকা ক্ষুদ্ৰ এবং মাঝারি সংবাদপত্ৰ সংস্থা(বিভিএসএমএনএ)বরাকের ক্ষুদ্ৰ ও মাঝারি সংবাদপত্ৰগুলি নিয়মিত বিজ্ঞাপন না পাওয়ায় নানা রকম সমস্যার মুখে পড়েছে। অ্যাসোসিয়েশনের সদস্যরা এব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালকে প্ৰয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণের অনুরোধ জানিয়েছেন।
শনিবার বরাক উপত্যকার ক্ষুদ্ৰ ও মাঝারি সংবাদপত্ৰগুলি প্ৰতি সপ্তাহে মাত্ৰ ১৪০ বর্গ সেন্টিমিটার বিজ্ঞাপন পাচ্ছে। কিন্তু,সংবাদপত্ৰ প্ৰকাশের জন্য প্ৰয়োজনীয় কাগজ,কালি ও অন্যান্য সামগ্ৰীর দাম অনেক বেড়ে গেছে। এরফলে এই সব সংবাদপত্ৰের মালিকরা নিয়মিত কাগজ ছাপিয়ে প্ৰকাশ করতে চরম অসুবিধার সম্মুখীন হচ্ছেন। সেইহেতু সংস্থা প্ৰতি সপ্তাহে নিদেন পক্ষে ২০০০ বর্গ সেন্টিমিটার হারে তাদের বিজ্ঞাপন রিলিজ করার ব্যবস্থা নিতে মুখ্যমন্ত্ৰীকে অনুরোধ জানিয়েছে।
স্মারকপত্ৰে সংস্থা আরও বলেছে,ডিআইপিআর বরাক উপত্যকার ক্ষুদ্ৰ ও মাঝারি সংবাদপত্ৰের জন্য যে পরিমাণ বিজ্ঞাপন বরাদ্দ করছে তা মোটেও সন্তোষজনক নয়। বরাকের সব সাপ্তাহিক এবং দ্বিসাপ্তাহিক সংবাদপত্ৰগুলির জন্য সপ্তাহে ন্যূনতম ২০০০ বর্গ সেন্টিমিটার বিজ্ঞাপন দেওয়ার ব্যবস্থা করতে মুখ্যমন্ত্ৰীকে অনুরোধ জানিয়েছে সংস্থা।