
পেট্ৰোল,ডিজেল ও রান্নার গাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্ৰতিবাদে সারা অসম ছাত্ৰ সংস্থার গোলাঘাট জেলা কমিটি আজ বিক্ষোভ কর্মসূচি রূপায়ণ করে। আসুর জেলা শাখা নিত্য ব্যবহার্য সামগ্ৰীর মূল্য হ্ৰাস করার দাবি জানিয়ে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়ালের উদ্দেশে জেলাশাসকের হাতে একটি স্মারকপত্ৰ তুলে দেয়। আসুর জেলা সাধারণ সম্পাদক অভিবর্তন গোস্বামী বলেন,গোলাঘাট জেলার ভারতীয় জনতা পার্টির নেতা ও ছোটখাটো নেতাদের নেতৃত্বে চলা সিন্ডিকেট মূল্যবৃদ্ধির একটা কারণ। একইসঙ্গে তিনি বলেন,মূল্যবৃদ্ধি নিয়ন্ত্ৰণে আনতে কেন্দ্ৰ ও রাজ্য সরকারের হাল ধরা উচিত। যদি মূল্যবৃদ্ধিতে লাগাম না পরানো হয় তাহলে এই লড়াই চলবে। বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন আসুর জেলা সভাপতি মৃদুল শইকিয়া ও অন্যান্য কর্মকর্তারাও।