বিশ্বনাথ চারালিঃ বিশ্বনাথ জেলা কংগ্ৰেস কমিটি আবশ্যক পণ্যের মূল্যবৃদ্ধি,কালো টাকা,কৃষকদের আত্মহত্যা,ক্ৰমবর্ধমান বেকার সমস্যা ইত্যাদির বিরুদ্ধে বুধবার জোর প্ৰতিবাদ জানায়। এদিন শতাধিক কংগ্ৰেস কর্মী দলের কার্যালয় থেকে একটি মিছিল বের করে জেলাশাসকের কার্যালয় অবধি যায়।
Begin typing your search above and press return to search.