মেক্সিকোকে ২-০ হারিয়ে ব্ৰাজিল বিশ্বকাপের কোয়ার্টারে

মেক্সিকোকে ২-০ হারিয়ে ব্ৰাজিল বিশ্বকাপের কোয়ার্টারে
Published on

সামারা এরেনায় সোমবার বিশ্বকাপের শেষ ষোলর ম্যাচে ব্ৰাজিল ২-০ গোলে মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছে যায়। ম্যাচের প্ৰথমার্ধ গোলশূন্যভাবে কাটে। দ্বিতীয়ার্ধের ৫১ মিনিটে খুব ক্লোজ রেঞ্জ থেকে গোল করেন ব্ৰাজিলের নেইমার। ৮৮ মিনিটে রবার্টো ফিরমিনোকে গোল করতেও সাহায্য করেছেন নেইমার। এদিন ম্যাচের শুরুতে মেক্সিকো যথেষ্ট আক্ৰমণাত্মক মেজাজে ছিল। তিতের দলও খুবই সংঘবদ্ধ ফুটবল খেলেছে। ব্ৰাজিলের উইলিয়ান,গেব্ৰিয়েল জেসাস ও পাওলিনহো মেক্সিকান ডিফেন্সে রীতিমতো ত্ৰাসের সৃষ্টি করেন। নেইমার,কুটিনহো নিজেদের সাবলীল ছন্দই ধরে রাখেন। ওদিকে হার্নান্ডেজ,ভোলারাও দর্শকদের নজর কেড়েছেন। এই পরাজয়ের ফলে মেক্সিকোকে এই নিয়ে উপর্যুপরি সাতবার বিশ্বকাপের প্ৰি-কোয়ার্টার থেকে বিদায় নিতে হলো।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com