মেক্সিকোতে বিমান দুর্ঘটনা,বরাত জোরে বেঁচে গেলেন ১০৩ জন যাত্ৰী

মেক্সিকোতে বিমান দুর্ঘটনা,বরাত জোরে বেঁচে গেলেন ১০৩ জন যাত্ৰী
Published on

এরো মেক্সিকো জেট লাইনারের একটি যাত্ৰী বিমান মঙ্গলবার মেক্সিকোর উত্তর মধ্য রাজ্য দুরাঙ্গ থেকে আকাশে ওড়ার পরই ঝড়ো হাওয়ায় ভেঙে পড়ে। চারজন ক্ৰু,৯৯ জন যাত্ৰী সহ মোট ১০৩ জন আরোহী ছিলেন বিমানে। নিশ্চিত মৃত্যুর হাত থেকে বেঁচে যান বিমানের সব আরোহী। জানিয়েছেন এয়ারলাইনস কর্তৃপক্ষ। দুরাঙ্গর ভিক্টোরিয়া আন্তর্জাতিক বিমান বন্দর থেকে মেক্সিকো সিটির উদ্দেশে উড়ান দিয়েছিল বিমানটি। বিমানের ক্যাপ্টেন এবং একজন যাত্ৰীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com