Begin typing your search above and press return to search.

মেঘালয়ের অভিশপ্ত খনি থেকে আরও একটি শব উদ্ধার

মেঘালয়ের অভিশপ্ত খনি থেকে আরও একটি শব উদ্ধার

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  28 Feb 2019 1:34 PM GMT

শিলং: পুব জয়ন্তিতা পাহাড় জেলার কাসানের অবৈধ রেট হোল কয়লা খনি থেকে একটি শব উদ্ধারের প্ৰায় এক মাস পরে উদ্ধারকারীরা মঙ্গলবার ফের সাফল্যের মুখ দেখলেন আরও একটি শব উদ্ধার করে। উল্লেখ্য,গত ১৩ ডিসেম্বর অবৈধ রেট হোল কয়লা খনিতে আচমকা জল ঢুকে পড়ায় ১৫ জন খনি শ্ৰমিক নিখোঁজ হয়েছিলেন। উদ্ধারকারীদের মতে,নৌবাহিনীর আন্ডার ওয়াটার রিমোটলি অপারেটেড ভেহিকলের(আরওভি)সাহায্যে মঙ্গলবার সন্ধ্যায় খনি গহ্বরে শবটি চিহ্নিত করা হয়।

‘আরওভি মঙ্গলবার সন্ধ্যায় শবটি চিহ্নিত করে। শবটি উদ্ধারের পর বুধবার দুপুর দুটোয় পুলিশের হাতে তুলে দেওয়া হয় পরবর্তী তদন্ত ও প্ৰয়োজনীয় ব্যবস্থা গ্ৰহণের জন্য। উদ্ধারকারী দলের মুখপাত্ৰ আর সাসনিগিয়ে একথা জানান। আরওভি-র সাহায্যে শবটি তোলার সময় মৃতের শরীর থেকে পচাগলা অংশ খসে পড়ছিল। অনেক কষ্টে শবটি খনি গহ্বর থেকে উপরে তুলে আনা সম্ভব হয়-বলেন কর্মকর্তাটি। তিনি বলেন শনিবার ও সোমবার চিহ্নিত করা তৃতীয় ও চতুর্থ শব উদ্ধারের চেস্টা চালানো হচ্ছে। উদ্ধার হওয়া দ্বিতীয় শবটি এখনও শনাক্ত করা যায়নি।

খনির ভিতর জলের তোড়ে আটকে পড়া প্ৰথম শবটি চিহ্নিত করা হয়েছিল গত ১৬ জানুয়ারি এবং সেটি উদ্ধার করা হয়েছিল ২৪ জানুয়ারি। প্ৰথম শবটি অসমের চিরাং জেলার বাসিন্দা আমির হুসেন বলে শনাক্ত করা হয়েছিল। উদ্ধারকারীরা জানিয়েছেন,এপর্যন্ত খনি গহ্বরে পাঁচটি শব চিহ্নিত করা গেছে এবং এর মধ্যে মাত্ৰ দুটি শব উদ্ধার করা সম্ভব হয়েছে। সুপ্ৰিমকোর্টের তদারকিতে চলছে এই উদ্ধার অভিযান। সুপ্ৰিমকোর্ট সরকারকে নির্দেশ দিয়েছিল খনিতে আটকে পড়া শ্ৰমিকদের জীবিত কিংবা মৃত হলেও উদ্ধার করতেই হবে।

Next Story
সংবাদ শিরোনাম