মেঘালয়ের দক্ষিণ তুরা,রানিকোরে উপনির্বাচন,কনরাডের ভাগ্য নির্ধারিত হল আজ

মেঘালয়ের দক্ষিণ তুরা,রানিকোরে উপনির্বাচন,কনরাডের ভাগ্য নির্ধারিত হল আজ

Published on

মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড সাংমা আজ দক্ষিণ তুরা বিধানসভা কেন্দ্ৰ থেকে উপনির্বাচনে লড়েন। ন্যাশনাল পিপলস পার্টির(এনপিপি)জাতীয় প্ৰধান কনরাড সাংমার মুখ্যমন্ত্ৰীর আসন ধরে রাখার জন্য এই উপনির্বাচনে জেতা অত্যন্ত জরুরি। আজ মেঘালয়ের দক্ষিণ তুরা ও রানিকোর বিধানসভা কেন্দ্ৰে একই সঙ্গে উপনির্বাচন হল। উভয় কেন্দ্ৰে নির্বাচন নির্বিঘ্নে সারতে চার কোম্পানি কেন্দ্ৰীয় সশস্ত্ৰ বাহিনী মোতায়েন করা হয়েছে।

বর্তমান বিধায়ক মার্টিন এম ডানগো শাসক দল এনপিপিকে সমর্থন জানাতে কংগ্ৰেসের বিধায়ক পদ থেকে সরে দাঁড়ানোয় রানিকোর কেন্দ্ৰে উপ নির্বাচন অনিবার্য হয়ে দাঁড়ায়। ডানগো এবার রানিকোর কেন্দ্ৰে এনপিপি প্ৰার্থী হিসেবে লড়ছেন। এরআগে পরপর পাঁচবার এই কেন্দ্ৰে কংগ্ৰেসের হয়ে প্ৰতিনিধিত্ব করেছেন তিনি। অন্যদিকে কনরাড লড়ছেন কংগ্ৰেস প্ৰার্থী চারলোটে ডব্লিউ মোমিন এবং নির্দল প্ৰার্থী জন লেসলি কে সাংমা ও ক্ৰিস কাবুল এ সাংমার বিরুদ্ধে।

কনরাড প্ৰবীণ রাজনীতিক ও প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী পূর্ণ এ সাংমার পুত্ৰ। এবছর ৬ মার্চ কনরাড বিজেপি ও অন্যান্য আঞ্চলিক দলের সমর্থনে মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী পদে শপথ নেন। আগাথা সাংমা বিধায়ক পদ থেকে ইস্তফা দেন ভাই কনরাডকে বিধানসভার সদস্য পদ পাওয়ার সুযোগ করে দিতে। দক্ষিণ তুরা কেন্দ্ৰে ভোটার হচ্ছেন ৩০,২৩১ জন। ভোট কেন্দ্ৰ রয়েছে ৩৬টি। রানিকোরে ভোটার ২৯,৬৮৫ জন। ভোট কেন্দ্ৰ ৬৫। আজ সকাল ৭টা থেকে ভোট শুরু হয়ে চলে বিকেল ৫টা পর্যন্ত। গণনা হবে ২৭ আগস্ট।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com