মেধা তালিকায় ঠাঁই পায়নি কেসি দাস কমার্স কলেজ

মেধা তালিকায় ঠাঁই পায়নি কেসি দাস কমার্স কলেজ
Published on

গুয়াহাটিঃ ২০০৮ সাল থেকে গুয়াহাটির কেসি দাস কমার্স কলেজ উচ্চ মাধ্যমিকের বাণিজ্য শাখায় মেধা তালিকায় রীতিমতো রাজ চালিয়ে এসেছে। ছাত্ৰ,অভিভাবকদের আকর্ষণের কেন্দ্ৰ হয়ে পড়েছিল কলেজটি। কিন্তু এবার মেধা তালিকায় ঠাঁই পায়নি কলেজটি। তবে ৯৭.৫৩ শতাংশই উত্তীর্ণ হয়েছে। ৭৫জন স্টার পেয়েছে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com