মেরিকমকে সেরা সম্মান জানাতে মুখিয়ে মণিপুর সরকার

ইম্ফলঃ বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ছটি সোনা জয়ী বিশ্বের প্ৰথম মহিলা বক্সার মণিপুরের সোনার মেয়ে মেরিকমকে উষ্ণ সংবর্ধনা জানাতে অধীর আগ্ৰহে পথ চেয়ে আছে গোটা মণিপুর। দিল্লি থেকে ফেরার পরই তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানাবে মণিপুর। রাজ্যের মুখ্যমন্ত্ৰী এন বীরেন সিং রবিবার একথা ঘোষণা করে বলেন,‘দেশের সব শ্ৰেণির মানুষ মেরিকে নিয়ে গর্ব বোধ করছেন। বিশ্বখ্যাত এই বক্সারকে সর্বোচ্চ সম্মান জানাতে রাজ্য সরকার পুরোদস্তর প্ৰস্তুত হয়ে আছে’।
তিনি বলেন,মেরিকে কী ধরনের সম্মান দেওয়া হবে,সে সম্পর্কে শিগগিরই সিদ্ধান্ত নেবে রাজ্য মন্ত্ৰিসভা। বীরেন সিং আরও বলেন,এই সম্মান বা খেতাব হবে সম্ভবত ‘কুইন অফ মণিপুর’ অথবা ‘মাদার অফ মণিপুর’ কিংবা অন্য কিছু মা হবে আন্তর্জাতিক মর্যাদার সঙ্গে মানানসই। দিল্লিতে সোনা জয়ের পরই মেরি বলেছেন ২০২০তে অলিম্পিকে সোনা জয়ই তাঁর স্বপ্ন।
সরকারি সূত্ৰ জানাচ্ছে,৩৫ বছর বয়সী এই বক্সারকে পুরস্কার হিসেবে কী পরিমাণ অর্থ দেওয়া হবে সেসম্পর্কে সিদ্ধান্ত নেবে মন্ত্ৰিসভা।