বিশাখাপত্তনমঃ ‘পুলওয়ামা কাণ্ডের জেরে পাকিস্তানের বালাকোটে সন্ত্ৰাসী সংগঠন জইশ-ই-মহম্মদের ঘাঁটিতে বায়ুসেনার বোমা বর্ষণ নিয়ে বিরোধী দলগুলি লাগাতার আলটপকা প্ৰশ্ন তুলে সরকারকে কোণঠাসা করতে চাইছে’। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি শুক্ৰবার এখানে এক জনাকীর্ণ সমাবেশে একথা বলেন। জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দেওয়া নিয়ে তারা ভারতীয় সশস্ত্ৰ বাহিনীর নৈতিকতাকে খাটো করে বিবৃতি দিচ্ছে। মোদি বিরোধিতা করতে গিয়ে তারা আসলে দেশদ্ৰোহিতা করছে। কারো নাম উল্লেখ না করে মোদি বলেন,বিরোধীরা পাকিস্তানের হাতে নাচছেন।
দেশের পক্ষে এটা খুবই দুর্ভাগ্যের যে সময়ে সারা বিশ্ব পাকিস্তানের কাছে কৈফিয়ৎ চাইছে,সেই সময়ে বিরোধীরা এমন সব প্ৰশ্ন তুলছে যা দেশের সুরক্ষা বাহিনীর নৈতিক মনোবল খাটো করারই সামিল। বিরোধীদের যাবতীয় অভি্যোগ খণ্ডন করে প্ৰধানমন্ত্ৰী বলেন,‘প্ৰতিরক্ষা বাহিনীর ওপর সন্দেহ করার মানে দেশকে অবহেলা করা। আমাদের পাল্টা জবাব দিতে বিরোধীদের এই সব দায়িত্বজ্ঞানহীন বিবৃতিকে পাকিস্তান তাদের সংসদে ও বেতারে ফলাও করে প্ৰচার করছে’। এটা খুবই দুর্ভাগ্যজনক। ‘মোদির বিরুদ্ধাচরণ করতে গিয়ে তারা ভারত বিরোধিতায় নেমে পড়েছে’-বলেন প্ৰধানমন্ত্ৰী। ২১টি বিরোধী রাজনৈতিক দল সশস্ত্ৰ বাহিনীর জওয়ানদের আত্মত্যাগ এবং পাকিস্তানের জঙ্গি ঘাঁটিতে বায়ু সেনার বিমান হানার ঘটনাকে রাজনৈতিক রং চড়িয়ে মোদি এবং বিজেপির বিরুদ্ধে একযোগে অভিযোগ আনছে। এ ধরনের অভিযোগ তুলে বিরোধীরা আসলে দেশের বীর সেনাদেরই অপমান করছে। তারা দেশের প্ৰতিরক্ষা বাহিনীর নিষ্ঠা ও সততা নিয়েও প্ৰশ্ন তুলছে। প্ৰধানমন্ত্ৰী এদিন বিরোধীদের একটা কথা স্পষ্ট করে জানিয়ে দেন মোদি চিরদিন থাকবে না,থাকবে শুধু দেশ। তাই নিজেদের রাজনৈতিক স্বার্থ পূরণ করতে গিয়ে দেশকে দুর্বল করার প্ৰয়াস বন্ধ করতে বিরোধীদের প্ৰতি আহ্বান জানান মোদি।