আহতগুড়িঃ বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ বলেছেন,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি যদি দ্বিতীয় দফায় ক্ষমতায় আসেন তাহলে অসম হবে বিদেশি মুক্ত রাজ্য।
নগাঁও লোকসভা কেন্দ্ৰের দলীয় প্ৰার্থী রূপক শর্মার পক্ষে শুক্ৰবার আহতগুড়িতে আয়োজিত নির্বাচনি সমাবেশে প্ৰচার চালাচ্ছিলেন তিনি। কংগ্ৰেস নেতৃত্বাধীন মহাজোটের সমালোচনা করে শাহ বলেন,ওরা এখন পর্যন্ত তাদের প্ৰধানমন্ত্ৰী পদ প্ৰার্থীর নাম ঘোষণা করতে পারেনি। বিরোধী দলগুলির অদক্ষ নেতৃত্বের সমালোচনা করে শাহ বলেন,এমনটা হলে মানুষ কেন তাদের ভোট দিতে যাবেন। ‘অসমে গত পনেরো বছরের শাসনকালে কংগ্ৰেস অবৈধ বিদেশিদের বহিষ্কার করার বদলে তাদের পুষে রেখেছে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা সত্ত্বেও কংগ্ৰেস কখনোই দেশের সীমান্তে সুরক্ষার ব্যবস্থা করতে পারেনি-বলেন শাহ।
রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়ন সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করে বিজেপি সভাপতি বলেন,এনআরসি অসম চুক্তির একটা অন্যতম শর্ত। আর বিজেপি সরকারের আমলেই রাজ্যে এআরসি-র নবায়ন চলছে। দীর্ঘ অসম আন্দোলনে শতাধিক যুবকের আত্মাহুতির ফসল এআরসি। কংগ্ৰেস দীর্ঘ বছর অসম শাসন করেও অসম চুক্তির এই প্ৰধান শর্তটি রূপায়ণে কোনও গুরুত্বই দেয়নি। ‘কিন্তু ক্ষমতায় এসে বিজেপি পাঁচ বছরের মধ্যে অসম চুক্তি রূপায়ণে সর্বোচ্চ অগ্ৰাধিকার দিয়েছে’-বলেন শাহ। তিনি আরও বলেন,অসমের ভাষা,সাহিত্য,সংস্কৃতি বাঁচাতে বিজেপি অসম চুক্তির ৬নং দফা রূপায়ণ করতে চলেছে’।
অসমে সড়ক যোগাযোগ ব্যবস্থার ওপর আলোকপাত করে তিনি বলেন,ধলা-শদিয়া এবং বগিবিল সেতু উদ্বোধন করে বিজেপি সরকার রাজ্যের যোগাযোগ ব্যবস্থা আমূল পরিবর্তন এনেছে। শাহ কেন্দ্ৰে নরেন্দ্ৰ মোদির হাত শক্ত করতে রূপক শর্মাকে ভোট দেওয়ার জন্য কেন্দ্ৰের ভোটারদের প্ৰতি আহ্বান জানান।
মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল,নেডার আহ্বায়ক হিমন্তবিশ্ব শর্মা,বিজেপির রাজ্য সভাপতি রঞ্জিৎ দাস,সাংসদ রমেন ডেকা,সাংসদ রাজেন গোঁহাই,সাংসদ বিজয়া চক্ৰবর্তী,নগাঁওয়ের দলীয় প্ৰার্থী রূপক শর্মা ও অন্যান্যরা সমাবেশে উপস্থিত ছিলেন।
ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ অসমের ১৩ জন প্ৰার্থী
নয়াদিল্লিঃ ২০১৮ সালের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের(ইউপিএসসি)পরীক্ষায় অসমের ১৩ জন প্ৰার্থী সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন। শুক্ৰবার ঘোষণা করা হয়