Begin typing your search above and press return to search.
ম্যাগাজিন জি কিউ-র প্ৰচ্ছদে জ্বলজ্বল করছে হিমার ছবি

অসমের উড়ন্ত কন্যা ধিং এক্সপ্ৰেস নামে পরিচিত হিমা দাসের গৌরবোজ্জ্বল ক্যারিয়ারে সংযোজিত হলো আরও একটা পালক। বিখ্যাত ম্যাগাজিন জি কিউ-র প্ৰচ্ছদে ঠাঁই পেলেন অর্জুন পুরস্কারে সম্মানিত হিমা। ওই ম্যাগাজিনের অক্টোবর সংখ্যার প্ৰচ্ছদে জ্বলজ্বল করছে ভারতীয় স্প্ৰিন্ট কুইন হিমার ছবি। অন্যদিকে জি কিউ ম্যাগাজিনটি সম্প্ৰতি হিমাকে ‘ইয়ং ইন্ডিয়ান অব দ্য ইয়ার’ পুরস্কার দিয়ে সম্মানিত করেছে।
হিমা ইতিমধ্যেই কেন্দ্ৰীয় ক্ৰীড়া মন্ত্ৰকের অর্জুন পুরস্কারের সম্মান অর্জন করেছেন। ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত অষ্টাদশ এশিয়ান গেমসে মহিলাদের ৪*৪০০ মিটার রিলেতে হিমা সোনা জেতার পাশাপাশি দুটো রুপোর পদক জিততে সক্ষম হন। এশিয়াডে তিনটি পদক জয়ী হিমাই প্ৰথম অসমিয়া।
Next Story