যমুনা বিপদ সীমার ওপর দিয়ে বইছে,সতর্কতা জারি দিল্লি সরকারের

যমুনা বিপদ সীমার ওপর দিয়ে বইছে,সতর্কতা জারি দিল্লি সরকারের
Published on

দিল্লিতে যমুনার জল বিপদ চিহ্নের ওপর দিয়ে বইছে। নদীর জলস্তর বৃদ্ধি পেয়েছে ২০৪.৯৬ মিটারে। বন্যার পদধ্বনিতে সতর্কতা জারি করেছে দিল্লি সরকার। সরকারি সূত্ৰের মতে,জলস্তর ২০৫.৪০ মিটার পর্যন্ত বাড়তে পারে। যমুনার জলস্তরের বিপদ চিহ্ন হলো ২০৪ মিটার। দিল্লির পুরনো রেল সেতুর কাছে নদীর জল ২০৪.১০ মিটার ছুঁয়েছে। হরিয়ানা থেকে ১,৮৭,২৭২ কিউসেক জল ছাড়লে নদীর জলস্তর আরও বৃদ্ধি পাবে। দিল্লির নিম্ন অঞ্চলে বসবাসকারীদের অন্যত্ৰ সরিয়ে নিতে তৎপরতা শুরু করেছে প্ৰশাসন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com