যাত্ৰীদের সুখকর ভ্ৰমণের জন্য ট্ৰেনে কাপ্টেন-এর ব্যবস্থা করা হচ্ছে

যাত্ৰীদের সুখকর ভ্ৰমণের জন্য ট্ৰেনে কাপ্টেন-এর ব্যবস্থা করা হচ্ছে
Published on

নয়াদিল্লিঃ ট্ৰেন যাত্ৰীরা যাতে আনন্দের সঙ্গে সফর করতে পারেন তা সুনিশ্চিত করতে ট্ৰেনগুলিতে একজন ক্যাপ্টেন রাখার ব্যবস্থা করা হবে। সরকার বৃহস্পতিবার একথা জানিয়েছে। ট্ৰেন যাত্ৰীদের ভ্ৰমণ যাতে আনন্দদায়ক ও সুখকর হয় তারজন্য ট্ৰেনে একজন ক্যাপ্টেন থা কবেন যিনি পুরো ট্ৰেনে থাকা টিমের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছাড়াও যাত্ৰীরা যাতে ভ্ৰমণকালে প্ৰয়োজনীয় সেবা পেতে পারেন সেদিকেও নজর দেবেন। ট্ৰেনে ক্যাপ্টেন রাখার ব্যবস্থা করতে ইতিমধ্যেই প্ৰয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। লোকসভায় এক প্ৰশ্নের লিখিত জবাবে একথা জানান রেল প্ৰতিমন্ত্ৰী রাজেন গোঁহাই।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com