যেকোনও ধরনের হিংসা ঠেকানোর একটাই হাতিয়ার ‘উন্নয়ন’,বললেন মোদি

যেকোনও ধরনের হিংসা ঠেকানোর একটাই হাতিয়ার ‘উন্নয়ন’,বললেন মোদি
Published on

‘সব রকমের হিংসা ঠেকানোর একমাত্ৰ জবাব হচ্ছে উন্নয়ন’। বৃহস্পতিবার ভিলাইয়ে ছত্তিশগড়ের জন্য কয়েক হাজার কোটি টাকার বেশকটি প্ৰকল্প উদ্বোধন করে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এই মন্তব্য করেন। বন্দুক,বোমাবাজি হিংসার জন্য বাস্তার একসময়ে কুখ্যাত ছিল, আজ এই অঞ্চলের ভোলই পাল্টে গেছে নবনির্মিত জগদলপুর বিমানবন্দরের জন্য। এদিন জগদলপুর বিমানবন্দর থেকে রাজধানী রায়পুরের উদ্দেশে প্ৰথম বিমান উড়ানের ফ্ল্যাগ অফ অনুষ্ঠানে মোদি বলেন,সব ধরনের হিংসা দমনের একমাত্ৰ হাতিয়ার হচ্ছে বিকাশ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com