
ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ ২৭ বিমান মঙ্গলবার রাজস্থানের যোধপুরের কাছে আচমকা ভেঙে পড়ে। তবে পাইলট বেঁচে গেছেন বলে রিপোর্ট পাওয়া গেছে। এয়ারফোর্সের মিগ বিমান ভেঙে পড়ার এজাতীয় ঘটনা নতুন কিছু নয়। এরআগে গত জুনেও রুটিন উড়ানের সময় একটি মিগ বিমান যোধপুরের আবাসিক এলাকায় ভেঙে পড়েছিল। ওই দুর্ঘটনায় পাইলট,ফ্লাইং অফিসার কান্দপল বেঁচে গিয়েছিলেন। তবে ভেঙে পড়া বিমানের চাপে দুটি বাড়ি ও একটি গাড়ি চুরমার হয়ে যায়। গত নভেম্বরে যোধপুর বিমান বন্দরে অবতরণের সময় রানওয়েতে একটি মিগ বিমানের টায়ার ফেটে গিয়েছিল।