যোরহাটঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল রবিবার যোরহাটের ন আলিতে একটি উড়াল সেতুর শিলান্যাস করেন।
উত্তর পূর্ব বিশেষ পরিকাঠামো উন্নয়ন প্ৰকল্পের (এনইআইডিএস) অধীনে এই সেতুটি নির্মাণ করা হবে। এই উড়াল সেতু নির্মাণে খরচ হবে ১১২ কোটি টাকা। মুখ্যমন্ত্ৰী এদিন যোরহাটে মহিলাদের জন্য একটি ট্ৰেড সেন্টারের শিলান্যাস করেন। এ উপলক্ষে এক অনুষ্ঠান মুখ্যমন্ত্ৰী যোরহাটের সমৃদ্ধ ঐতিহ্য ও রাজ্যের বৌদ্ধিক ও সাংস্কৃতিক ক্ষেত্ৰে অব দানের প্ৰ্তি আলোকপাত করেন।