যোরহাটে ৭৭ কোটি টাকার রেলওয়ে উড়াল সেতু নির্মাণে অনুমোদন ডোনার মন্ত্ৰকের

যোরহাটে ৭৭ কোটি টাকার রেলওয়ে উড়াল সেতু নির্মাণে অনুমোদন ডোনার মন্ত্ৰকের
Published on

গুয়াহাটিঃ উত্তরপূর্ব বিশেষ পরিকাঠামো উন্নয়ন স্কিমের(এনইএসআইডিএস)অধীনে অসম সরকারের পেশ করা প্ৰকল্পগুলির জন্য তহবিল মঞ্জুর করতে কেন্দ্ৰ প্ৰস্তুত রয়েছে। এনইএসআইডিএস-এর অধীনে অসম সরকারের পেশ করা ৯টি প্ৰকল্পের মধ্যে যোরহাটে ৭৭ কোটি টাকার রেলওয়ে উড়াল সেতু নির্মাণ প্ৰকল্পটি ডোনার মন্ত্ৰক অনুমোদন করেছে।

অসম সরকারের পেশ করা আনুমানিক ৩০৫কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন,পর্যটন ও অন্যান্য আটটি প্ৰকল্প অনুমোদনের বিষয়টি ডোনার মন্ত্ৰকের সক্ৰিয় বিবেচনাধীন রয়েছে। কেন্দ্ৰীয় সরকার ২০১৭-১৮ আর্থিক বছর থেকে ২০১৯-২০ তিন বছরের জন্য এনইএসআইডিএস-এর অধীনে ১৬০০কোটি টাকা হারে তহবিল বরাদ্দ করার প্ৰস্তাব রেখেছে। জল সরবরাহ,বিদ্যুৎ,পর্যটন উন্নয়ন প্ৰকল্প এবং উত্তর পূর্বের শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কিত স্কিমগুলির ক্ষেত্ৰেই তহবিল বরাদ্দ করা হবে।

এনইএসআইডিএস-এর অধীনে তহবিল দেওয়া হবে ডোনার মন্ত্ৰকের মাধ্যমে। সব প্ৰকল্প পুরোপুরি স্পনসর করবে কেন্দ্ৰীয় সরকার। এনইএসআইডিএস এর আগে উত্তরপূর্বের কোনও প্ৰকল্পে কেন্দ্ৰ ১০০ শতাংশ তহবিল দেয়নি। অধিকাংশ প্ৰকল্প খাতে ৯০:১০ ধাঁচে অর্থ দিয়েছে কেন্দ্ৰ। যোরহাটে রেলওয়ে উড়াল সেতু ছাড়া কেন্দ্ৰ সম্প্ৰতি এনইএসআইডিএস-এর অধীনে উত্তরপূর্বের রাজ্যগুলির জন্য আরও পাঁচটি প্ৰকল্প সুপারিশ করেছে। এই প্ৰকল্পগুলির খাতে ব্যয় হবে ২৭২.৩১ কোটি টাকা।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com