যোরহাটে ৭৭ কোটি টাকার রেলওয়ে উড়াল সেতু নির্মাণে অনুমোদন ডোনার মন্ত্ৰকের

গুয়াহাটিঃ উত্তরপূর্ব বিশেষ পরিকাঠামো উন্নয়ন স্কিমের(এনইএসআইডিএস)অধীনে অসম সরকারের পেশ করা প্ৰকল্পগুলির জন্য তহবিল মঞ্জুর করতে কেন্দ্ৰ প্ৰস্তুত রয়েছে। এনইএসআইডিএস-এর অধীনে অসম সরকারের পেশ করা ৯টি প্ৰকল্পের মধ্যে যোরহাটে ৭৭ কোটি টাকার রেলওয়ে উড়াল সেতু নির্মাণ প্ৰকল্পটি ডোনার মন্ত্ৰক অনুমোদন করেছে।
অসম সরকারের পেশ করা আনুমানিক ৩০৫কোটি টাকার পরিকাঠামো উন্নয়ন,পর্যটন ও অন্যান্য আটটি প্ৰকল্প অনুমোদনের বিষয়টি ডোনার মন্ত্ৰকের সক্ৰিয় বিবেচনাধীন রয়েছে। কেন্দ্ৰীয় সরকার ২০১৭-১৮ আর্থিক বছর থেকে ২০১৯-২০ তিন বছরের জন্য এনইএসআইডিএস-এর অধীনে ১৬০০কোটি টাকা হারে তহবিল বরাদ্দ করার প্ৰস্তাব রেখেছে। জল সরবরাহ,বিদ্যুৎ,পর্যটন উন্নয়ন প্ৰকল্প এবং উত্তর পূর্বের শিক্ষা ও স্বাস্থ্য পরিকাঠামো সম্পর্কিত স্কিমগুলির ক্ষেত্ৰেই তহবিল বরাদ্দ করা হবে।
এনইএসআইডিএস-এর অধীনে তহবিল দেওয়া হবে ডোনার মন্ত্ৰকের মাধ্যমে। সব প্ৰকল্প পুরোপুরি স্পনসর করবে কেন্দ্ৰীয় সরকার। এনইএসআইডিএস এর আগে উত্তরপূর্বের কোনও প্ৰকল্পে কেন্দ্ৰ ১০০ শতাংশ তহবিল দেয়নি। অধিকাংশ প্ৰকল্প খাতে ৯০:১০ ধাঁচে অর্থ দিয়েছে কেন্দ্ৰ। যোরহাটে রেলওয়ে উড়াল সেতু ছাড়া কেন্দ্ৰ সম্প্ৰতি এনইএসআইডিএস-এর অধীনে উত্তরপূর্বের রাজ্যগুলির জন্য আরও পাঁচটি প্ৰকল্প সুপারিশ করেছে। এই প্ৰকল্পগুলির খাতে ব্যয় হবে ২৭২.৩১ কোটি টাকা।