যোরহাট কেন্দ্ৰে ভোট পড়েছে ৭৪.৩ শতাংশ

যোরহাট কেন্দ্ৰে ভোট পড়েছে ৭৪.৩ শতাংশ
Published on

যোরহাটঃ যোরহাট জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্ৰে বৃহস্পতিবার প্ৰথম দফার লোকসভা নির্বাচনে ৭৪.৩ শতাংশ ভোট পড়ার রেকর্ড নথিভুক্ত হয়েছে। যোরহাট লোকসভা আসনের অধীন পাঁচটি বিধানসভা ক্ষেত্ৰ হচ্ছে যোরহাট,দেরগাঁও,তিতাবর,মরিয়নি,টিয়ক।

ভোটগ্ৰহণ চলাকালে জেলার কোথাও কোথাও অপ্ৰীতিকর ঘটনার খবর নেই। সাধারণ নির্বাচনী পর্যবেক্ষক ড.রঞ্জিত সিনহা এবং রিটার্নিং অফিসার রোশনি অপরানজি কোরাটি যোরহাট লোকসভা কেন্দ্ৰের জনগণকে ভোট নির্বিঘ্নে শেষ করতে সাহা্য্য ও সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

বিকেল পাঁচটা পর্যন্ত যোরহাট বিধানসভা ক্ষেত্ৰে ৭৫ শতাংশ,টিয়কে ৭১.২৫,থাওরায় ৭৪.৪১,আমগুড়িতে ৭৫.১৬,শিবসাগরে ৭৩.৬৫,তিতাবরে ৭৪.৬৮,মরিয়নিতে ৭৫.৪৭,সোনারিতে ৭৩.৪৫,মাহমরায় ৭৬.৬৬,নাজিরায় ৭৩ শতাংশ ভোট পড়ে। রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে শারদী গগৈ একথা জানিয়েছেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com