Begin typing your search above and press return to search.

যৌন অপরাধ,ধর্ষণের অবসান চান প্ৰধানমন্ত্ৰী মোদি

যৌন অপরাধ,ধর্ষণের অবসান চান প্ৰধানমন্ত্ৰী মোদি

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  17 Aug 2018 1:19 PM GMT

নয়াদিল্লিঃ দেশের বিভিন্ন প্ৰান্তে ঘটে চলা বর্বরোচিত ধর্ষণ কাণ্ডের ব্যাপারে অবশেষে নীরবতা ভাঙলেন প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি। বুধবার প্ৰধানমন্ত্ৰী বলেন,মহিলাদের প্ৰতি এই নীচ ও বর্বর মানসিকতার অবসান ঘটাতেই হবে। এব্যাপারে বিচার ব্যবস্থার স্থানই হবে ঊর্ধ্বে। ‘ধর্ষণের মতো জঘন্য মানসিকতা থেকে আমরা আমাদের সমাজ ও দেশকে মুক্ত করতেই হবে’। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে ভাষণ দেবার সময় বেশ কড়া মেজাজে কথাগুলি বলেন মোদি।

Next Story