রঙানদীর বাঁধের কাজ অসমাপ্ত থেকে গেছে

রঙানদীর বাঁধের কাজ অসমাপ্ত থেকে গেছে
Published on

লখিমপুরঃ লখিমপুরে রঙানদীর বাঁধ নির্মাণের কাজ অসমাপ্ত থেকে গেছে। বর্ষা নামায় বাঁধের কাজ এবছর সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা ক্ষীণ। মুখ্যমন্ত্ৰী ও রাজ্যের জলসম্পদ প্ৰতিমন্ত্ৰী বারবার প্ৰতিশ্ৰুতি দেওয়া সত্ত্বেও বাঁধের কাজ অসমাপ্ত থেকে গেছে,যা খুবই উদ্বেগের বিষয়। বাঁধ সম্পূর্ণ না হওয়ায় এ বছরও লখিমপুরবাসী ভোগান্তির মুখে পড়তে হবে বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার এই আশঙ্কা ব্যক্ত করে বৃহত্তর অসমিয়া যুব মঞ্চ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com