রঙিয়ায় ড্ৰাগস পাচারকারী আটক

রঙিয়ায় ড্ৰাগস পাচারকারী আটক
Published on

রঙিয়াঃ রঙিয়া পুলিশ রঙিয়া থানার অধীন বালা বনগাঁওয়ের আব্দুল আলি নামের এক ব্যক্তিকে আটক করেছে। রঙিয়ার এসডিপিও কঙ্কন কুমার নাথের মতে,ধৃত আব্দুল আলির বাড়ি থেকে ১২০ গ্ৰাম ড্ৰাগস(এগুলো ব্ৰাউন সুগার বলে সন্দেহ),২.৫৫ কিলোগ্ৰাম ওপিয়াম এবং মুদ্ৰা গোনার একটি মেশিন উদ্ধার করা হয়েছে। বাজেয়াপ্ত করা মাদক দ্ৰব্যগুলির মূল্য ২২ লক্ষ টাকার মতো হবে।

বিশ্বস্ত সূত্ৰে খবর পেয়ে এসডিপিও এবং রঙিয়া থানার ওসি প্ৰাঞ্জল বরুয়ার নেতৃত্বে পুলিশের একটি দল আলির বাড়িতে তল্লাশি চালিয়ে সামগ্ৰীগুলি বাজেয়াপ্ত করে। ড্ৰাগস পাচারকারী ব্যক্তিটিকে রঙিয়া থানায় জেরা করা হচ্ছে। এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সেবিষয়েও জানার চেষ্টা করছে পুলিশ।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com