রঙিয়া অঞ্চলে ঘটেছে এক লোমহর্ষক হত্যাকাণ্ড। হত্যাকাণ্ডের প্ৰায় এক সপ্তাহ পর আজ উদ্ধার হয়েছে মৃতদেহটি। মৃত ব্যক্তিটি রঙিয়ার বঙালিকুছি হাতিখোলার বাসিন্দা দিলীপ কলিতা(৪০)। তাঁকে ধারালো অস্ত্ৰের আঘাতে হত্যা করে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে সন্দেহ করা হচ্ছে। ঘটনাটি নিয়ে অঞ্চলটিতে তীব্ৰ চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে কারো কারো সন্দেহ হত্যার পিছনে তার পুত্ৰের হাত থাকতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ কলিতার ছেলে প্ৰাণজিৎ ওরফে প্ৰাঞ্জলকে আটক করেছে। কোনও অজ্ঞাত ব্যক্তি তার বাবাকে খুন করে ফেলে গেছে বলে সে উল্লেখ করেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘরের বাইরে একটা বড়সড় গর্ত খুঁডে রাখায় স্থানীয় মানুষ বিষয়টি সহজভাবে নিতে পারছেন না। পিতার সঙ্গে প্ৰাণজিতের প্ৰায় ঝগড়া হতো। পিতাকে মারধর করারও অভিযোগ রয়েছে প্ৰাণজিতের বিরুদ্ধে। পুলিশ সত্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
Begin typing your search above and press return to search.