রবিবার নির্বাচনি প্ৰচারে বাধ সাধলো দুর্যোগপূর্ণ আবহাওয়া

গুয়াহাটিঃ রাজ্যে প্ৰথম দফা লোকসভা নির্বাচনের আর মাত্ৰ দুটো দিন। ১১ এপ্ৰিল ভোট। কিন্তু রবিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া প্ৰার্থীদের প্ৰচারে চরম বাধ সাধে। বৃষ্টি,ঝড়ো হাওয়ার জন্য বহু সভা সমিতি এদিন বাতিল করে দেওয়া হয়। প্ৰার্থীদের প্ৰচারের জন্য থাকা কপ্টারগুলি এদিন ওড়ার ঝুঁকি নেয়নি আকাশে দুর্যোগের ঘনঘটায়। উজান অসমের পাঁচটি সংসদীয় কেন্দ্ৰে ১১ এপ্ৰিল প্ৰথম দফায় ভোট হচ্ছে। কেন্দ্ৰগুলি হচ্ছে ডিব্ৰুগড়,যোরহাট,কলিয়াবর,লখিমপুর ও তেজপুর। এদিকে আসন্ন রঙালি বিহুকে কেন্দ্ৰ করে রাজ্যের প্ৰতিটি অঞ্চলেই এখন প্ৰস্তুতির পালা চলছে দুরন্তগতিতে।
তবে মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল যোরহাট সংসদীয় কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী তপন কুমার গগৈর পক্ষে শিবসাগর,আমগুড়ি,কোরাঙ্গা এবং নাওবৈসায় চারটি সমাবেশ করেছেন। রবিবার কলিয়াবর কেন্দ্ৰের জুরিয়া এবং লখিমপুর কেন্দ্ৰের নাওবৈসায় মুখ্যমন্ত্ৰীর সভা করার কথা ছিল। কিন্তু আবহাওয়া প্ৰতিকূল হওয়ায় শেষপর্যন্ত সভা দুটো বাতিল করতে হয়।
তবে আমগুড়ির সমাবেশে সোনোয়াল কংগ্ৰেসের,চাঁচাছোলা সমালোচনা করেছেন। ‘একমাত্ৰ গান্ধী পরিবারকে ক্ষমতায় বসাতে কংগ্ৰেস পরিবারতান্ত্ৰিক শাসন ব্যবস্থাকেই অনুসরণ করে চলেছে। এরফলে বিভিন্ন উন্নয়নমূলক স্কিম থেকে ব্যাপক সংখ্যক মানুষ বঞ্চিত হয়েছেন’। রবিবার অর্থমন্ত্ৰী হিমন্তবিশ্ব শর্মার উজানে পাঁচটি সমাবেশ করার কথা ছিল। কিন্তু ‘আবহাওয়া খারাপ হওয়ায় হেলিকপ্টার আকাশে ওড়েনি’।ফলে সবকটি সভাই বাতিল হয়ে যায়। এদিকে লখিমপুর কেন্দ্ৰের বিজেপি প্ৰার্থী প্ৰদান বরুয়ার হয়ে জোনাইয়ে এক সভায় বিটিসি প্ৰধান হাগ্ৰামা মহিলারি কেন্দ্ৰের বর্তমান সাংসদ বরুয়ার পক্ষে ভোট দেওয়ার জন্য বোড়ো জনগণের প্ৰতি আহ্বান জানান।
অন্যদিকে,কংগ্ৰেসের রকিবুল হুসেন এদিন লখিমপুর জেলার নাওবৈসার ভোটারদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে মত বিনিময় করেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য হুসেন ওই কেন্দ্ৰে যেতে পারেননি। তবে দ্বিতীয় ও তৃতীয় দফা নির্বাচনের জন্য রবিবার কয়েকটি স্থানে প্ৰচার চলে। এআইইউডিএফ সুপ্ৰিমো বদরুদ্দিন আজমল এদিন ধুবড়ির গোলকগঞ্জে সভা করেন।
এদিকে গুয়াহাটি কেন্দ্ৰের আইএনসি প্ৰার্থী ববিতা শর্মা ও বিজেপি প্ৰার্থী কুইন ওজা এদিন হাজোতে নির্বাচনী সভায় প্ৰচার চালান। আইএনসি প্ৰার্থী আব্দুল খালেক বরপেটায় সভা করেন। ওদিকে এই কেন্দ্ৰের অগপ প্ৰার্থী কুমার দীপক দাস এদিন একটি সভায় বক্তব্য রাখেন। ধুবড়ি,গুয়াহাটি,বরপেটা ও কোকরাঝাড় কেন্দ্ৰে ২৩ এপ্ৰিল তৃতীয় দফায় নির্বাচন হচ্ছে।