রবিবার সরস্বতী পুজো,প্ৰস্তুত বিভিন্ন শিক্ষা প্ৰতিষ্ঠান

রবিবার সরস্বতী পুজো,প্ৰস্তুত বিভিন্ন শিক্ষা প্ৰতিষ্ঠান
Published on

গুয়াহাটিঃ আগামিকাল বিদ্যার অধিষ্ঠাত্ৰী দেবী সরস্বতীর পুজো। প্ৰতি বছরই শ্ৰীপঞ্চমী তিথিতে জ্ঞানের দেবী সরস্বতীর পুরো হয়ে থাকে। সরস্বতী পুজো ঘিরে রাজ্যের বিভিন্ন স্কুল,কলেজ ও শিক্ষা প্ৰতিষ্ঠানে পুজোর প্ৰস্তুতি ঘিরে চলছে চরম ব্যস্ততা। বিভিন্ন স্কুল,কলেজে আজই কুমোরঢুলি থেকে সরস্বতীর মৃন্ময়ী মূর্তি এনে বেদীতে স্থাপন করা হয়েছে।

শহরে বিভিন্ন ক্লাব ও ছাত্ৰছাত্ৰীরা চাঁদা তুলে পুজোর আয়োজন করেছে। সাজিয়ে তোলা হচ্ছে সুদৃশ্য মণ্ডপ। শনিবার পঞ্চমী তিথি শুরু হয়ে যাওয়ায় কিছু কিছু গৃহস্থ বাড়িতে আজই বাগদেবীর পুজোর আয়োজন করা হয়। শহরের বিভিন্ন বাজারে সরস্বতীর মূর্তি নিয়ে বসেছেন মৃৎশিল্পী ও বিক্ৰেতারা। ফল,ফুলের বাজারও জমে উঠেছে। শিক্ষা প্ৰতিষ্ঠানগুলি অবশ্য কুমোরটুলি থেকেই প্ৰতিমা কিনে এনেছে। পুজো ঘিরে কচিকাঁচাদের মধ্যে দেখা যাচ্ছে বাঁধভাঙা আনন্দ। আগামিকাল অর্থাৎ রবিবার ছোট ছোট কিশোরীরা মেখলা ও শাড়ি পরে এক নান্দনিক পরিবেশের সৃষ্টি করবে। বছরের এই একটা দিনই এমন বিরল দৃশ্য দেখা যাবে,যা চিরন্তন,শাশ্বত।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com