Begin typing your search above and press return to search.
রহায় অবৈধ কাঠবোঝাই ট্ৰাক বাজেয়াপ্ত

নগাঁওঃ নগাঁও সদর ফরেস্ট রেঞ্জের একটি টহলরত দল বৃহস্পতিবার রাতে রহায় অবৈধ পাইনউড বোঝাই একটি ট্ৰাক(এনএল-০১এল-৯৫৯৫)বাজেয়াপ্ত করে। বাজেয়াপ্ত কাঠগুলির মূল্য প্ৰায় ৮ লক্ষ টাকা। এই অভিযানে নেতৃত্ব দেন সদর ফরেস্ট রেঞ্জের রেঞ্জার নেপাল চন্দ্ৰ মণ্ডল।
Next Story