
নগাঁওঃ নগাঁও জেলার রহায় খাদ্যে বিষক্ৰিয়ার অভিযোগে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আরও তিনজন হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। ঘটনার বিবরণে প্ৰকাশ,নগাঁওয়ের কাছে রহায় একটি চায়ের দোকানে সিঙ্গারা খেয়ে সোমবার এক ব্যক্তির মৃত্যু হয়। ওই একই খাবারে বিষক্ৰিয়ার ফলে আরও তিনজন অসুস্থ হয়ে বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন। মৃত ব্যক্তিটিকে রহার আব্দুল মান্নান নামে শনাক্ত করা হয়েছে। সিঙ্গারার বিষক্ৰিয়ায় অসুস্থ তিনজনের নাম হবিবুর রহমান,ইকরাম হুসেন এবং রফিকুল ইসলাম বলে জানা গেছে। এরা সবাই রহার বাসিন্দা।