রাজকোটে টেস্ট সিরিজের প্ৰথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারাল বিরাট ব্ৰিগেড

রাজকোটে টেস্ট সিরিজের প্ৰথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে বিশাল ব্যবধানে হারাল বিরাট ব্ৰিগেড
Published on

রাজকোটে অনুষ্ঠিত ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজের প্ৰথম ম্যাচে ভারত বিশাল জয় হাসিল করেছে। এক ইনিংস এবং ২৭২ রানের বিশাল ব্যবধানে ক্যারিবিয়ান দলকে হারাতে সক্ষম হয় কোহলি ব্ৰিগেড।

ভারতের প্ৰথম ইনিংসে তোলা ৬৪৯ রানের জবাবে মাঠে নেমে ওয়েস্ট ইন্ডিজ মাত্ৰ ১৮১ রান তোলে। এরফলে ফলঅনের সম্মুখীন হতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ভারতের শক্তিশালী বোলিঙের দাপটে ৪৮ ওভারে অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ দল। ক্যারিবিয়ানদের হয়ে সর্বাধিক ৫৩ রান করেন রোস্টন চেস। ভারতের পক্ষে রবিচন্দ্ৰন অশ্বিন সর্বাধিক ৪টি এবং মহম্মদ সামি দুটো উইকেট পান।

৪৬৮ রানে পিছিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে ১৯৬ রানে ফুরিয়ে যাওয়ায় বিশাল ব্যবধানে পরাজিত হয়। অশ্বিন ফের বিধ্বংসী বোলিং করে ৪টি উইকেট দখল করেন। কুলদ্বীপ যাদব এই প্ৰথম ৫টি উইকেট দখল করতে সক্ষম হন। ক্যারিবিয়ানদের পক্ষে সর্বাধিক ৮৩ রান করেন পাওয়েল।

ভারতীয় ইনিংসে অধিনায়ক বিরাট কোহলি,পৃথ্বী শো ও রবীন্দ্ৰ জাদেজার শত রানের সাহায্যে ভারত রানের পাহাড় গড়ে তোলে। ভারতীয় টেস্টের ইতিহাসে এটাই সবচেয়ে বিশাল ব্যবধানে জয় হিসেবে পরিগণিত হয়েছে। অভিষেক ম্যাচে শতরান করায় পৃথ্বীকে ম্যাচের সেরা ঘোষণা করা হয়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com