নাগরিকত্ব সংশোধনী বিল কিভাবে অসমের ক্ষতি করবে সে সম্পর্কে অগপ বিধান পরিষদীয় দলের প্ৰতিনিধিরা মঙ্গলবার দিল্লিতে এক বৈঠকে স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিংকে বুঝিয়ে বলেছেন।বৈঠক শেষে অগপ সভাপতি অতুল বরা সাংবাদিকদের বলেন,বিল পাশ হলে অসম অর্থনৈতিক,সামাজিক ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্ৰস্ত হবে। অসমিয়া ভাষা,সংস্কৃতির ওপর আঘাত আসবে।লঙ্ঘিত হবে অসম চুক্তি।গোটা বিষয়টি আমরা তুলে ধরেছি বৈঠকে-বলেন বরা। দলে ছিলেন মন্ত্ৰী কেশব মহন্ত,ফণীভূষণ চৌধুরী,প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী প্ৰফুল্ল কুমার মহন্ত,বিধায়ক বৃন্দাবন গোস্বামী প্ৰমুখ।
রাজনাথের সঙ্গে বৈঠকে আবার নাগরিকত্ব বিলের বিরোধিতা অগপ নেতাদের

Next Story