রাজনাথ লোকসভা নির্বাচনে নয়ডা থেকে প্ৰতিদ্বন্দ্বিতা করতে পারেন

রাজনাথ লোকসভা নির্বাচনে নয়ডা থেকে প্ৰতিদ্বন্দ্বিতা করতে পারেন
Published on

নয়াদিল্লিঃ স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং লখনৌ লোকসভা আসন থেকে বর্তমান সংসদে প্ৰতিনিধিত্ব করছেন। তবে এবার তিনি মর্যাদাসম্পন্ন গৌতমবুদ্ধ নগর সংসদীয় কেন্দ্ৰ থেকে প্ৰতিদ্বন্দ্বিতা করতে পারেন। কেন্দ্ৰীয় মন্ত্ৰী মহেশ শর্মা বর্তমানে এই কেন্দ্ৰের প্ৰতিনিধিত্ব করছেন। শর্মাকে এই কেন্দ্ৰ থেকে সরিয়ে এবার রাজনাথের এই কেন্দ্ৰে প্ৰার্থী হওয়ার কথা। শর্মা সম্ভবত রাজস্থানের আলোয়ার থেকে প্ৰার্থী হবেন।

উত্তর প্ৰদেশে সমাজবাদী পার্টি(এসপি)এবং বহুজন সমাজ পার্টির(বিএসপি)মধ্যে জোট হওয়ার পরিপ্ৰেক্ষিতে প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহ প্ৰতিষ্ঠান বিরোধী শক্তিগুলোকে পরাভূত করতে নতুন কৌশল আঁটছেন। আর সেজন্যই ওই কেন্দ্ৰগুলিতে বর্তমান সদস্যদের টিকিট দিতে অস্বীকার করা হয়েছে। গৌতম বুদ্ধ নগর পড়েছে নয়ডায়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com