Begin typing your search above and press return to search.
রাজস্থান থেকে উদ্ধার নারেঙ্গির এক নিখোঁজ কিশোরী

গুয়াহাটিঃ নুনমাটি পুলিশ রাজস্থান পুলিশের সহযোগিতায় রাজস্থান থেকে অসমের একটি কিশোরীকে উদ্ধার করেছে। গুয়াহাটির নারেঙ্গির শান্তিনগর এলাকা থেকে সম্প্ৰতি দুটি কিশোরী নিখোঁজ হয়েছিল। তবে পুলিশ একটি কিশোরীকে রাজস্থান থেকে উদ্ধার করে রবিবার তার অভিভাবকের হাতে তুলে দিয়েছে। উদ্ধার হওয়া কিশোরীটি বলেছে,রেজাউল মাজমুল নামের এক ব্যক্তি তাদের দুজনকে গত ২৩ জুলাই রাজস্থানে নিয়ে যায়। পরে দুজনকেই পৃথকভাবে খদ্দেরের কাছে বিক্ৰি করে দেয়। অন্য কিশোরীটি কোথায় আছে তার কোনও হদিশ এখনও পাওয়া যায়নি। তবে অভিযুক্ত যুবককে ধরতে পুলিশ তল্লাশি চালাচ্ছে।
Next Story