রাজেন্দ্ৰ নারায়ণ দেবকে সম্মানিত করা হলো লিলি চৌধুরী পুরস্কার দিয়ে

রাজেন্দ্ৰ নারায়ণ দেবকে সম্মানিত করা হলো লিলি চৌধুরী পুরস্কার দিয়ে
Published on

বঙাইগাঁওঃ কোচ রাজবংশী জাতীয় মঞ্চ বিশিষ্ট শিক্ষাবিদ ও সাহিত্যিক রাজেন্দ্ৰ নারায়ণ দেবকে রবিবার লিলি চৌধুরী স্মৃতি পুরস্কার দিয়ে সম্মানিত করে। বঙাইগাঁও জেলা গ্ৰন্থাগারে আয়োজিত সভায় দেবের হাতে পুরস্কার তুলে দেন ড. অনুপম কুমার রায়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com