রাজেন গোঁহাই সবক্ষেত্ৰেই ব্যর্থ,বললেন দেবব্ৰত শইকিয়া

রাজেন গোঁহাই সবক্ষেত্ৰেই ব্যর্থ,বললেন দেবব্ৰত শইকিয়া
Published on

রেল প্ৰতিমন্ত্ৰী রাজেন গোঁহাই সব ক্ষেত্ৰেই রাজ্যের প্ৰতি ন্যায় দানে ব্যর্থ হয়েছেন। অভিযোগ বিধানসভার বিরোধী নেতা দেবব্ৰত শইকিয়ার।দলের এক বৈঠকে শইকিয়া বলেন,‘সংসদে রাজ্যের স্বার্থ তুলে ধরার বদলে গোঁহাই রাজনৈতিক মেরুকরণ নিয়ে বক্তব্য রাখছেন’।শইকিয়া বলেন,প্ৰধানমন্ত্ৰীর নেতৃত্বে অর্থনৈতিক বিষয়ক ক্যাবিনেট কমিটি ২০১৩-১৪তে নিউ বঙাইগাঁও থেকে আগিয়াথুড়ি এবং কামাখ্যা থেকে ডিব্ৰুগড় পর্যন্ত রেলওয়ে লাইন ডাবল করার প্ৰস্তাব রেখেছিল।কিন্তু তা হয়নি।‘রেলের গ্ৰুপ সিওডিতে স্থানীয়দের নিয়োগ নিশ্চিত করতেও গোঁহাই ব্যর্থ’।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com