রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত এনডিএ প্ৰার্থী হরিবংশ নারায়ণ সিং

রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত এনডিএ প্ৰার্থী হরিবংশ নারায়ণ সিং
Published on

নয়াদিল্লিঃ জাতীয় গণতান্ত্ৰিক জোটের(এনডিএ)প্ৰার্থী হরিবংশ নারায়ণ সিং বৃহস্পতিবার বিরোধী প্ৰার্থী বি কে হরিপ্ৰসাদকে পরাস্ত করে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

জনতা দল(ইউ)-র সদস্য এবং প্ৰবীণ সাংবাদিক হরিবংশ ২৪৪ সদস্যের সদনে ১২৫টি ভোট পেয়েছেন। বিরোধী প্ৰার্থী হরিপ্ৰসাদের পক্ষে ভোট পড়ে ১০৫টি। এদিন সদনে উপস্থিত ছিলেন ২৩০ জন সদস্য।

কেন্দ্ৰের জোট সরকারের মনোনীত প্ৰার্থী হরিবংশ সহজ জয় হাসিল করতে সফল হন বিজু জনতা দল(বিজেডি)এবং তেলেঙ্গানা রাষ্ট্ৰ সমিটি(টিআরএস)সমর্থনের দৌলতে। এই দুটো দলই ওড়িশা ও তেলেঙ্গানায় বিজেপির সঙ্গে লড়লেও দিল্লির প্ৰতি বন্ধুত্বের হাতে বাড়িয়ে দেয়। প্ৰত্যাশানু্যায়ী এআইএডিএমকে-র ১৩ জন সাংসদ এনডিএ প্ৰার্থীকে সমর্থনের হাত বাড়ান। বিজেডি এবং টিআরএস-এর সদস্য সংখ্যা হচ্ছে ক্ৰমে ৯ ও ৬ জন। প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি ওড়িশার মুখ্যমন্ত্ৰী নবীন পট্টনায়ক ও তেলেঙ্গানার মুখ্যমন্ত্ৰী কে চন্দ্ৰশেখরা রাওয়ের কাছে হরিবংশকে সমর্থন করার আর্জি জানিয়েছিলেন।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com