রাজ্যসভার দুটি আসনে নির্বাচনের প্ৰতীক্ষায় অসম

গুয়াহাটিঃ অসমে তিন দফায় লোকসভা নির্বাচন ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়েছে। রাজ্য এখন দুটি রাজ্যসভা আসনে নির্বাচনের প্ৰতীক্ষায়। অসমের দুটি রাজ্যসভা আসনের ছয় বছরের মেয়াদ শেষ হচ্ছে চলতি বছরের জুনের মাঝামাঝি। এই দুটি রাজ্যসভা আসনে বহাল রয়েছেন কংগ্ৰেসের প্ৰাক্তন প্ৰধানমন্ত্ৰী মনমোহন সিং এবং সান্টিয়ুস কুজুর। এই দুজনের কার্যকালের মেয়াদ শেষ হওয়ার আগেই রাজ্যসভার আসন দুটোতে নির্বাচন সম্পূর্ণ করতে হবে। এই দুটি আসন দখলে রাজ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে তৎপরতা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। রাজ্যে বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারে বিধায়কদের যে সংখ্যা রয়েছে তাতে শাসক কংগ্ৰেসের কাছ থেকে দুটো আসনই ছিনিয়ে নেওয়ার মতো ক্ষমতায় রয়েছে তারা। রাজ্যসভার একটা আসন জিততে একটি দলের ৪৩টি ভোটের প্ৰয়োজন এবং দুটো আসনের জন্য চাই ৮৬টি ভোট। বর্তমানে রাজ্যে শাসক জোটের দখলে রয়েছে ৮৮টি আসন। এরমধ্যে বিজেপি ৬১,অগপ ১৪ এবং বিপিএফ-১২। এছাড়াও রয়েছেন নির্দল বিধায়ক ভুবন পেগু। অন্যদিকে,কংগ্ৰেসের রয়েছে ২৫ এবং এআইইউডিএফ-এর ১৩ জন বিধায়ক।
এদিকে,অসম বিধানসভার প্ৰিন্সিপাল সেক্ৰেটারি এমকে ডেকা শুক্ৰবার গুয়াহাটিতে সাংবাদিকদের বলেন,চলতি বছরের জুনেই অসমের দুটো রাজ্যসভা আসনের মেয়াদ শেষ হচ্ছে। তাই ভারতের নির্বাচন কমিশন এই দুটো রাজ্যসভা আসনের জন্য খুব শিগগিরই নির্বাচনী বিজ্ঞপ্তি জারি করতে পারে।
লোকসভা নির্বাচনের আগে অগপ ফের জোটে ফিরে আসায় বিজেপি রাজ্যসভার একটি আসন অগপকে প্ৰতিদ্বন্দ্বিতা করার জন্য ছেড়ে দেওয়ার আশ্বাস দিয়েছিল। বিজেপি জোটের অঙ্কটা মোটামুটি এই পর্যায়েই রয়েছে। ওদিকে কংগ্ৰেস মনমোহন সিংকে আবার উচ্চ সদনের জন্য প্ৰজেক্ট করবে কিনা তা এখনও জানা যায়নি।