রাজ্যসভায় ক্যাবের বিরুদ্ধে ভোট দেবে কংগ্ৰেস,নেসোকে আশ্বাস রাহুলের

রাজ্যসভায় ক্যাবের বিরুদ্ধে ভোট দেবে কংগ্ৰেস,নেসোকে আশ্বাস রাহুলের
Published on

নয়াদিল্লিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল ২০১৯(ক্যাব)-এর বিরুদ্ধে ভোটদানে কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধীর সমর্থন আদায়ে উত্তর পূর্বাঞ্চলের তিনটি পৃথক প্ৰতিনিধিদল সোমবার নয়াদিল্লিতে তাঁর বাড়িতে গিয়ে সাক্ষাৎ করেন। প্ৰতিনিধিদলে শামিল ছিল উত্তর পূর্ব ছাত্ৰ সংগঠন(নেসো),কৃষক মুক্তি সংগ্ৰাম সমিতি(কেএমএসএস)এবং হীরেন গোঁহাইর নেতৃত্বে বুদ্ধিজীবীদের একটা গোষ্ঠী।

‘আমরা রাহুল গান্ধীর সঙ্গে দেখা করে নাগরিকত্ব(সংশোধনী)বিল নিয়ে আমাদের অবস্থান সম্পর্কে তাঁকে অবহিত করেছি। এই বিল যে ঐতিহাসিক অসম চুক্তির মূল নীতিকে লঙ্ঘন করছে সেব্যাপারে কংগ্ৰেস সভাপতিকে বলা হয়েছে’। নেসোর উপদেষ্টা সমুজ্জ্বল কুমার ভট্টাচার্য দ্য সেন্টিনেলকে একথা জানান। ভট্টাচার্য বলেন,এই বিল উত্তর পূর্বাঞ্চলের ভূমিপুত্ৰ খিলঞ্জিয়াদের ভাষা,সংস্কৃতি এবং অস্তিত্বের ক্ষেত্ৰে হুমকি স্বরূপ। ‘আমরা রাহুল গান্ধীকে বলেছি,বিলটি ইতিমধ্যেই লোকসভায় পাস হয়েছে ঠিকই তবে রাজ্যসভায় এই বিল পাস যেকোনওভাবে রুখতে হবে। বিলটি শুধু অসম চুক্তিই লঙ্ঘন করবে এমন নয়,চলতি রাষ্ট্ৰীয় নাগরিক পঞ্জি(এনআরসি)নবায়ন প্ৰক্ৰিয়াকে পথভ্ৰষ্ট করবে’-বলেছেন সমুজ্জ্বল।

ভট্টাচার্যের মতে,রাহুলজি অবশ্য নেসো নেতাদের আশ্বাস দিয়েছেন যে উত্তর পূর্বাঞ্চলের ভাষা,সংস্কৃতি এবং অস্তিত্বে কাউকে আঘাত হানার সু্যোগ তাঁর দল দেবে না। নেসোর প্ৰতিনিধি দলে ছিলেন সারা অসম ছাত্ৰ সংস্থা(আসু),সারা মণিপুর ছাত্ৰ সংস্থা,সারা অরুণাচল প্ৰদেশ ছাত্ৰ সংস্থা,খাসি ছাত্ৰ সংস্থা,গারো ছাত্ৰ সংস্থা,মিজো জিরলাই পাওল এবং ত্ৰিপুরা ছাত্ৰ ফেডারেশনের সদস্যরা।

রাহুল গান্ধী ছাড়াও নেসো নেতারা এদিন শিবসেনা নেতা সফল রাওয়াত,তৃণমূল কংগ্ৰেস নেতা সৌগত রায় এবং জনতা দল(ইউনাইটেড)-এর নেতা কেসি ত্যাগীর সঙ্গে দেখা করে রাজ্যসভায় নাগরিকত্ব বিলের বিরুদ্ধে ভোটদানে তাঁদের সমর্থন চান। নেসোর প্ৰতিনিধিদলটি তাদের আন্দোলনের পক্ষে সমর্থন কুড়োতে সন্ধ্যার দিকে সমাজবাদী পার্টির সঙ্গেও দেখা করেন।

অন্যদিকে অসম থেকে যাওয়া কৃষক মুক্তির নেতা ও বুদ্ধিজীবী দলটিকেও কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী আশ্বাস দিয়েছেন,কংগ্ৰেস ও ইউপিএ-র শরিকরা রাজ্যসভায় এই বিলের বিরোধিতা করবে।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com