রাজ্যসভায় নাগরিক বিল পাস হতে দেবো নাঃ গোলাম নবি

নয়াদিল্লিঃ নাগরিকত্ব(সংশোধনী)বিল নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করে রাজ্যসভার বিরোধী নেতা গোলাম নবি আজাদ বৃহস্পতিবার এক সর্বদলীয় বৈঠকে বলেন,রাজ্যসভায় কোনও বিতর্কিত বিল আইনে পরিণত করার অনুমতি তারা দেবেন না।
সূত্ৰটি বলেছে,বর্তমান সরকারের শেষ বাজেট অধিবেশনের প্ৰাক্কালে বিজ্ঞান ভবনে আয়োজিত বৈঠকে আজাদ বিল সম্পর্কে কংগ্ৰেস এবং ইউপিএ শরিকদের অবস্থান স্পষ্ট করে দেন। বুধবার নিজের বাসভবনে অসমের সাংবাদিকদের সঙ্গে এক বৈঠকে আজাদ এই আশ্বাস দিয়েছেন যে,‘কংগ্ৰেস নাগরিকত্ব সংশোধনী বিলের বিরোধিতা করবে’।
এদিকে,স্বরাষ্ট্ৰমন্ত্ৰী রাজনাথ সিং নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে উত্তর পূর্বাঞ্চলের মুখ্যমন্ত্ৰীদের এক জরুরি বৈঠক ডেকেছেন। নর্থ ব্লকে এই জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। নাগরিকত্ব বিল পাসে কেন্দ্ৰের সিদ্ধান্তের প্ৰেক্ষিতে গোটা উত্তর পূর্বাঞ্চলে টালমাটাল পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর রাজনাথ স্বয়ং এরআগেও এধরনের বৈঠক ডেকেছিলেন। সম্প্ৰতি মেঘালয়ের মুখ্যমন্ত্ৰী কনরাড কে সাংমার সঙ্গে এক বৈঠকে সিং বলেছিলেন যে স্বরাষ্ট্ৰমন্ত্ৰক এই ইস্যু নিয়ে খুব শিগগিরই উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলির মুখ্যমন্ত্ৰীদের এক বৈঠক ডাকবে।