গুয়াহাটিঃ মরিগাঁও জেলার জাগিরোড এবং কাছাড় জেলার পাঁচগ্ৰামে থাকা হিন্দুস্তান কাগজ নিগমের(এইচপিসি)দুটি কল পুনরুজ্জীবিত করা সম্পর্কে দিশপুর এখনও পর্যন্ত নিশ্চিত নয়। রাজ্যের শিল্পমন্ত্ৰী হিসেবে দায়িত্ব গ্ৰহণের পর চন্দ্ৰমোহন পাটোয়ারি প্ৰথমেই আশ্বাস দিয়েছিলেন বন্ধ কাগজ কল দুটি এক বছরের মধ্যে পুনরুজ্জীবিত করা হবে। কিন্তু দীর্ঘদিন গড়িয়ে যাওয়ার পরও মন্ত্ৰীর ওই আশ্বাস শুধু আশ্বাসই থেকে গেছে। কাগজ কল দুটি পুনরুজ্জীবিত করা নিয়ে এক আলোচনায় পাটোয়ারিকে কথার ফুলঝুরি ছোটাতে দেখা গিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে ওই আশ্বাস থেকে সরে এসে তিনি বলেছেন ‘আমরা কল দুটি খোলার জন্য যথাসাধ্য চেষ্টা করছি। আমরা আশা করছি আখেরে সব কিছু ভালই হবে’।
পাটোয়ারি সদনে বলেছেন,কেন্দ্ৰীয় ভারি শিল্প দপ্তর কাগজ কল দুটি পুনরূজ্জীবিত করার ব্যাপারে ১৯০০ কোটি টাকার একটি প্ৰস্তাব প্ৰধানমন্ত্ৰীর কার্যালয়ে(পিএমও)অনুমোদনের জন্য দাখিল করেছে। এদিকে কল দুটির মোটা অঙ্কের ঋণের বোঝাও রয়েছে। ন্যাশনাল কোম্পানি লো ট্ৰাইবুনালে এসম্পর্কে মামলাও ঝুলছে। ঋণদাতারা টাকা ফেরত দেওয়ার জন্য কল দুটির পিছনে লেগে আছেন। পাটোয়ারি বলেন,তবে কেন্দ্ৰীয় সরকার ঋণদাতাদের আশ্বাস দিয়েছে,কলগুলি পুনরুজ্জীবিত করার প্যাকেজ অনুমোদন পাওয়ার পরই তাদের বকেয়া পাওনা মিটিয়ে দেওয়া হবে।