Begin typing your search above and press return to search.

রাজ্যের গ্ৰামাঞ্চলে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ আজও দূরঅস্ত

রাজ্যের গ্ৰামাঞ্চলে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ আজও দূরঅস্ত

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  16 Nov 2018 8:55 AM GMT

গুয়াহাটিঃ অসমে সবার জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানীয় জলের ব্যবস্থা বাস্তবায়িত করা এখনও দূরঅস্ত। বাস্তবে দেখা যাচ্ছে,রাজ্যের গ্ৰামাঞ্চলে পাইপের মাধ্যমে পানীয় জল সরবরাহের যে ৯,৪২০টি প্ৰকল্প হাতে নেওয়া হয়েছিল তার মধ্যে ৮,১২২টির কাজ এপর্যন্ত সম্পূর্ণ হয়েছে। সম্পূর্ণ হওয়া প্ৰকল্পগুলির মধ্যে ৫,৮৩৪টি কর্মক্ষম রয়েছে। ২,২৮৮টি(অর্থাৎ সম্পূর্ণ হওয়া প্ৰকল্পের ২৮ শতাংশ)প্ৰকল্প অকেজো পড়ে আছে। ১,২৯৮টি অন্যান্য প্ৰকল্প রয়েছে নির্মীয়মাণ অবস্থায়।

এখানেই শেষ নয়। কেন্দ্ৰীয় মন্ত্ৰকের পানীয়জল ও সেনিটেশনের অধীনে জাতীয় গ্ৰামীণ জল কর্মসূচি(এনআরডিডব্লিউপি)রাজ্যের ব্যাপক সংখ্যক গ্ৰামাঞ্চলে আজ অবধি পৌঁছেনি। কেন্দ্ৰীয় সরকার নির্মীয়মাণ প্ৰকল্পগুলির কাজ সম্পূর্ণ না হওয়া পর্যন্ত রাজ্য জন স্বাস্থ্য কারিগরি বিভাগকে(পিএইচই)নতুন কোনও গ্ৰামীণ জল সরবরাহ প্ৰকল্প হাতে নিতে সবুজ সঙ্কেত দেয়নি। পিএইচই হচ্ছে রাজ্যের গ্ৰামাঞ্চলের বসতি এলাকায় বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার মুখ্য বিভাগ। কেন্দ্ৰের এই নিষেধাজ্ঞার জন্য পিএইচই নতুন কোনও পানীয় জল সরবরাহ প্ৰকল্প হাতে নিতে পারছে না। তাছাড়া বিভাগটি ১,২৯৮টি প্ৰকল্পের কাজ আজ অবধি সম্পূর্ণ করতে পারেনি। কেন্দ্ৰীয় মন্ত্ৰকের ওই নিষেধাজ্ঞার জন্য পিএইচই ২০১৮-১৯ অর্থ বছরের জন্য গ্ৰামাঞ্চলে পাইপে জল সরবরাহ প্ৰকল্প হাতে নিতে পারেনি। পানীয় জল ও সেনিটেশন সংক্ৰান্ত কেন্দ্ৰীয় মন্ত্ৰকের এনআরডিডব্লিউপি-র অধীনে অসমে ৮৮,০৪৭টি গ্ৰামীণ বসতি অঞ্চল রয়েছে। এরমধ্যে ৫৪,৭৫৪টি গ্ৰামীণ বসতি এলাকাকে সম্পূর্ণভাবে এর আওতায় আনা হয়েছে,২৩,৬৩২টি বসতি অঞ্চল আংশিক ভাবে এর আওতায় এসেছে।

সবচেয়ে হতাশাজনক ব্যাপার হলো,রাজ্যের ৯,৯৩১টি গ্ৰামীণ বসতি এলাকায় দূষিত জল সরবরাহ করা হচ্ছে। আয়রন মিশ্ৰিত জল সরবরাহ করা হচ্ছে ৫,২৯০টি গ্ৰামীণ বসতি প্ৰধান এলাকায়। ৪,৩৬৭টি বসতি এলাকা পাচ্ছে আর্সেনিক মিশ্ৰিত জল। ২৬৪টি গ্ৰামীণ বসতি অঞ্চল ফ্লোরাইড মিশ্ৰিত জল পাচ্ছে বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এধরনের দূষিত জলের ফলে রাজ্যের গ্ৰামাঞ্চলের ৩৭.৪৩ লক্ষ মানুষ ক্ষতিগ্ৰস্ত হচ্ছেন বলে রিপোর্টে প্ৰকাশ।

Next Story