রাজ্যের চার লোকসভা আসনে বেলা তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৬২.১৩ শতাংশ,ইভিএম-এ ত্ৰুটির অভিযোগ

রাজ্যের চার লোকসভা আসনে বেলা তিনটে পর্যন্ত ভোট পড়েছে ৬২.১৩ শতাংশ,ইভিএম-এ ত্ৰুটির অভিযোগ

গুয়াহাটিঃ রাজ্যে চারটি লোকসভা আসনে আজ বেলা তিনটে পর্যন্ত ভোট পড়ে ৬২.১৩ শতাংশ। ধুবড়ি কেন্দ্ৰে বেলা তিনটে পর্যন্ত ৬৭.১২ শতাংশ ভোট পড়ার রেকর্ড নথিভুক্ত হয়েছে। কোকরাঝাড়(সংরক্ষিত)আসনে এই সময়ে ভোট পড়ে ৬৩.৩৬ শতাংশ ,বরপেটা কেন্দ্ৰে ৬০.৩৮ ও গুয়াহাটিতে ৫৮.২৩ শতাংশ ভোট পড়েছে।

ওদিকে ধুবড়ি জেলার গৌরীপুর বাণী বিদ্যামন্দির ভোট কেন্দ্ৰের প্ৰিসাইডিং অফিসারকে গ্ৰেপ্তার করা হয়েছে জনৈক ভোটারকে আইডেনটিটি প্ৰুফ ছাড়া ভোটদানে অনুমতি দেওয়ার অভি্যোগে। প্ৰশাসন এই কেন্দ্ৰের নির্বাচনী কাজকর্ম চালিয়ে নেওয়ার জন্য তার জায়গায় অন্য একজন প্ৰিসাইডিং অফিসার নিয়োগ করেছে।

অন্যদিকে,রাজ্যের প্ৰাক্তন ডিরেক্টর জেনারেল অফ পুলিশ হরেকৃষ্ণ ডেকা অভি্যোগ করেছেন,লাচিতনগর কালীমন্দির ভোট কেন্দ্ৰে ইভিএম যথাযথভাবে কাজ করছে না। ডেকা অভি্যোগ করেন,তিনি যখন তাঁর পছন্দের প্ৰার্থীর পক্ষে ইভিএম-এর বোতামে চাপ দেন সেই ভোট গিয়ে অন্য প্ৰার্থীর পক্ষে পড়ে,যা ভিভিপিএটি মেশিনে দেখা গেছে।

প্ৰাক্তন পুলিশ প্ৰধান ইভিএমে ত্ৰুটি থাকার ব্যাপারে ক্ষোভ উগরে দেওয়ার পর প্ৰদেশ কংগ্ৰেস কমিটির সভাপতি রিপুন বরা এই ইস্যু নিয়ে গভীর উদ্বেগ প্ৰকাশ করেন।

ডেকা পরে এই বিষয়টি নির্বাচন অফিসারকে জানিয়ে তার ভোট প্ৰত্যাহার করতে অনুরোধ করেছেন। তবে নির্বাচনী অফিসার তাঁকে জানান যে ভোট প্ৰত্যাহার করা যাবে না।

Related Stories

No stories found.
logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com