
নয়াদিল্লিঃ কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধী অসমের ছয় জগোষ্ঠীকে কথা দিয়েছেন লোকসভার নির্বাচনে তাঁর দল ক্ষমতায় এলে অসমের ছয় জনগোষ্ঠীকে তফশিলি উপজাতির মর্যাদা দিতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হবে।
‘কংগ্ৰেস সভাপতি আমাদের বলেছেন,রাজ্যের ছয় জনগোষ্ঠীকে উপজাতির স্বীকৃতি দিতে তাঁর দল নিশ্চিতভাবে কাজ করবে। এমনকি দলকে যদি বিরোধী আসনে বসতেও হয় তাহলেও কংগ্ৰেস এই বিষয়টি নিয়ে কেন্দ্ৰের ওপর চাপ সৃষ্টি করবে-$একথা জানিয়েছেন মটক সম্প্ৰদায়ের নেতা কাজল গোঁহাই। মটক,মরান,তাই আহোম,আদিবাসী,রাজবংশী ও চুটিয়া সহ অসমের ছয় জনগোষ্ঠীর ১৫ জনের একটি প্ৰতিনিধিদল সোমবার সকালে দিল্লিতে কংগ্ৰেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেন। এই বিষয় নিয়ে তাঁদের মধ্যে এক ঘণ্টারও বেশি সময় কথাবার্তা হয়।
‘কংগ্ৰেস সভাপতি প্ৰতিনিধিদলটিকে আশ্বস্ত করে বলেছেন,নির্বাচনের পর ছয় মাসের মধ্যেই তারা বিষয়টি নিয়ে কাজ করবে’-উল্লেখ করেন অরুণ মরান।
এই ছয় জনগোষ্ঠী গত বেশ কবছর ধরে তফশিলি উপজাতির মর্যাদার জন্য দাবি জানিয়ে আসছে। রাজ্যে ইতিমধ্যেই যারা তফশিলি উপজাতির মর্যাদা ভোগ করছে তারা এই দাবির বিরোধিতা করেছে।