Begin typing your search above and press return to search.

রাজ্যের তিনটি লোকসভা আসনে লড়ছে এআইইউডিএফ

রাজ্যের তিনটি লোকসভা আসনে লড়ছে এআইইউডিএফ

Sentinel Digital DeskBy : Sentinel Digital Desk

  |  26 March 2019 11:29 AM GMT

গুয়াহাটিঃ অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্ৰ্যাটিক ফ্ৰন্ট(এআইইউডিএফ)এবার রাজ্যের মাত্ৰ তিনটি লোকসভা কেন্দ্ৰে লড়ছে। এআইইউডিএফ-এর সাংগঠনিক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সোমবার এখানে দলের মুখ্য কার্যালয়ে একথা ঘোষণা করেন। এআইইউডিএফ রাজ্যের যে তিন লোকসভা আসনে লড়ছে সেগুলি হচ্ছে ধুবড়ি,বরপেটা ও করিমগঞ্জ। দলের সুপ্ৰিমো তথা সাংসদ বদরুদ্দিন আজমল ধুবড়ি কেন্দ্ৰ থেকে লড়ছেন। হাফিজ রফিকুল ইসলাম বরপেটা ও সাংসদ রাধেশ্যাম বিশ্বাস লড়ছেন করিমগঞ্জ আসনে।

২০১৪ সালের সাধারণ নির্বাচনে এআইইউডিএফ সাতটি আসনে লড়েছিল। সেবার অন্যান্য আরও চারটি কেন্দ্ৰেও তারা প্ৰার্থী দিয়েছিল। সেই কেন্দ্ৰগুলি ছিল মঙ্গলদৈ,কলিয়াবর,নগাঁও ও শিলচর। কিন্তু এবার এই কেন্দ্ৰগুলিতে প্ৰার্থী না দেওয়ার সিদ্ধান্ত নেয় দল। ইসলাম আরও বলেন,এবার বিজেপিকে হারাতে এবং বিতর্কিত নাগরিকত্ব(সংশোধনী)বিলের(ক্যাব)বিরোধিতায় দল অন্যান্য লোকসভা কেন্দ্ৰে প্ৰার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

ক্যাব প্ৰসঙ্গে তিনি বলেন,অগপ বিলের বিরোধিতা করে আসা সত্ত্বেও বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে,যে দল এখনও বিলের পক্ষেই ওকালতি করে যাচ্ছে। তিনি রাজ্যের জনগণকে ব্যক্তিগত মতামতের ওপর ভিত্তি করে নিজের পছন্দের প্ৰার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান। কংগ্ৰেসের সঙ্গে কোনও রাজনৈতিক আঁতাত হয়েছে কিনা জানতে চাওয়া হলে ইসলাম ওই দলের সঙ্গে আঁতাত বা গোপন বোঝাপড়া নিয়ে কিছু মহলের অভিযোগ সরাসরি অস্বীকার করেন। তিনি বলেন,নির্বাচন সম্পর্কে দল নিজস্বভাবেই যাবতীয় সিদ্ধান্ত নিয়েছে। ইসলাম আরও বলেন,কংগ্ৰেস কোথায় প্ৰার্থী দিচ্ছে সেটা আমাদের দেখার কথা নয়। করিমগঞ্জের উদাহরণ দিয়ে তিনি বলেন,এই কেন্দ্ৰে কংগ্ৰেস ইতিমধ্যেই তাদের নিজস্ব প্ৰার্থী দিয়েছে। এই আসনে আমাদেরও প্ৰার্থী রয়েছে। বরপেটা ও ধুবড়ি আসনে কংগ্ৰেস এখনও তাদের প্ৰার্থীর নাম ঘোষণা করেনি।

২০১৪ সালের নির্বাচনে আমরা যখন সাতটি আসনে প্ৰার্থী দিয়েছিলাম তখন কংগ্ৰেসের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল বিজেপির সঙ্গে আমাদের গোপন সমঝোতা হয়েছে। কিন্তু এবার যখন আমরা বেশি আসনে প্ৰার্থী না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সেই সময় বিজেপি অভি্যোগ করছে এআইইউডিএফ কংগ্ৰেসের ‘বি’ টিম হিসেবে কাজ করছে। মোদ্দা কথা হলো,‘আমাদের দল নিজস্বভাবে সব সিদ্ধান্ত নিচ্ছে’।

Next Story
সংবাদ শিরোনাম