রাজ্যের পাহাড়ি জেলার জন্য মোদি সংবিধানের ২৪৪(এ)অনুচ্ছেদ রূপায়ণে আগ্ৰহীঃ সোনোয়াল

রাজ্যের পাহাড়ি জেলার জন্য মোদি সংবিধানের ২৪৪(এ)অনুচ্ছেদ রূপায়ণে আগ্ৰহীঃ সোনোয়াল
Published on

ডংকামোকামঃ মুখ্যমন্ত্ৰী সর্বানন্দ সোনোয়াল পশ্চিম কার্বি আংলঙের খেরনিতে ৩নং ডিফু সংসদীয় কেন্দ্ৰের(সংরক্ষিত)বিজেপি প্ৰার্থী হরেন সিং বে-র পক্ষে প্ৰচার চালাতে গিয়ে বলেন,প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদি সংবিধানের ২৪৪(এ)অনুচ্ছেদ রূপায়ণে খুবই আগ্ৰহী।

কার্বি আংলঙের একটি প্ৰতিনিধিদল সম্প্ৰতি নয়াদিল্লিতে প্ৰধানমন্ত্ৰী মোদির সঙ্গে দেখা করলে নির্বাচনের পর তিনি তাদের সঙ্গে কথা বলার আশ্বাস দিয়েছেন। ভারতীয় সংবিধানের ২৪৪(এ)অনুচ্ছেদ রূপায়ণে তিনি গভীরভাবে চিন্তাভাবনা করছেন বলে আশ্বস্ত করেছেন প্ৰতিনিধিদলটিকে।

‘অসমের পাহাড়ি জেলার মানুষের এই দাবিটি দীর্ঘ দিনের এবং তাদের সমস্ত আশা আকাঙ্খা এই অনুচ্ছেদে নিহত রয়েছে’।

সোনোয়াল অগ্ৰগতি এবং উন্নত ও সুন্দর অসম গড়ার জন্য সমাজের সর্বস্তরে শান্তি ও ঐক্য ধরে রাখার জন্য রাজ্যের জনগণের প্ৰতি আহ্বান জানান। ‘প্ৰধানমন্ত্ৰী মোদির ছত্ৰছায়ায় বাইরের সমস্ত হুমকি থেকে আমরা সবাই এখন নিরাপদে রয়েছি’-বলেন তিনি।

কেএএসি-র সিইএম তুলিরাম রংহাং তাঁর ভাষণে সোনোয়ালের প্ৰশংসা করেন পাহাড়ি জেলার জন্য তহবিল বৃদ্ধি এবং ক্ৰীড়া পরিকাঠামো নির্মাণে ২৬০ কোটি টাকার বিশেষ বাজেট মঞ্জুর করায়।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com