রাজ্যের বন্যা পরিস্থিতির মোকাবিলায় ৩৪০ কোটি দিচ্ছে কেন্দ্ৰ

রাজ্যের বন্যা পরিস্থিতির মোকাবিলায় ৩৪০ কোটি দিচ্ছে কেন্দ্ৰ
Published on

গুয়াহাটিঃ উত্তর পূর্বাঞ্চল উন্নয়নের দায়িত্বে থাকা(ডোনার)মন্ত্ৰী জিতেন্দ্ৰ সিং অসমের বন্যা পরিস্থিতির সক্ৰিয় মোকাবিলায় বিশেষ করে ত্ৰাণ সাহায্য,পুনর্বাসন ও মেরামতির জন্য ৩৪০ কোটি টাকা মঞ্জুর করার কথা ঘোষণা করেন মঙ্গলবার। দুর্যোগ ত্ৰাণ তহবিল হিসেবে এই অর্থ মঞ্জুর করা হয়েছে। সিং এখানে সাংবাদিকদের একথা বলেন। বন্যা পরিস্থিতি মোকাবিলায় বরাদ্দ মোট অর্থের মধ্যে ১০১ কোটি টাকা পরিকাঠামো উন্নয়ন প্ৰকল্পের জন্য মঞ্জুর করেছে ডোনার মন্ত্ৰক। বাকি ২৩৯ কোটি টাকা দেবে স্বরাষ্ট্ৰ মন্ত্ৰক।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com