রাজ্যের বিভিন্ন প্ৰান্তের সঙ্গে নগাঁও জেলার কামপুরের বকুলগুড়িতে দিনদিন বৃদ্ধি পাচ্ছে হাতি-মানুষের সংঘাত

রাজ্যের বিভিন্ন প্ৰান্তের সঙ্গে নগাঁও জেলার কামপুরের বকুলগুড়িতে দিনদিন বৃদ্ধি পাচ্ছে হাতি-মানুষের সংঘাত
Published on

নগাঁওঃ পশ্চিম কার্বি আংলং বনাঞ্চল থেকে খাদ্যের সন্ধানে বেড়িয়ে আসা বুনো হাতি দীর্ঘদিন ধরে ওই এলাকায় ত্ৰাসের সৃষ্টি করছে। অঞ্চলটির বহু কৃষিভূমও নষ্ট করেছে। অন্যদিকে হাতির উপদ্ৰব রোধ করার জন্য পুলিশ,সিআরপিএফ,বন বিভাগ এবং স্থানীয় মানুষ যাবতীয় চেষ্টা চালিয়ে যাচ্ছে। যদিও কোনও ফল মিলছে না।

উল্লেখ্য,হাতি-মানুষের সংঘাত রোধের জন্য রাজ্যের বন ও পরিবেশ বিভাগের মন্ত্ৰী পরিমল শুক্লবৈদ্য বিভাগীয় আধিকারিকদের সঙ্গে বসে দিশপুরে বিভিন্ন বৈঠক করেছেন। কিন্তু এক্ষেত্ৰে বাস্তব সন্মত কোনও ফলাফল পাওয়া যাচ্ছে না। বিভিন্ন এলাকায় এর জেরে সাধারণ মানুষ হাতির আক্ৰমণে মৃত্যু মুখে পরতে হয়। এরপর বিভাগীয়ভাবে কোনও বিজ্ঞানসন্মত পদক্ষেপ গ্ৰহণ করা পরিলক্ষিত হচ্ছে না।

logo
Sentinel Assam- Bengali
bengali.sentinelassam.com